সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১৫ অভিবাসী নিহত

সৌদি
  © সংগৃহীত
সৌদি আরবের জিজান প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক এবং বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক। বুধবার আমিরাতের গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

দুর্ঘটনাটি ঘটে যখন একটি শ্রমিক বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। বাসটিতে মোট ২৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। দুর্ঘটনায় আহত আরো কয়েকজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় কনস্যুলেট জেদ্দায় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে জেদ্দায় কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছেন। সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানাতে তদন্ত শুরু করেছে।