যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ; সব যাত্রী নিহতের শঙ্কা

যুক্তরাষ্ট্র
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ।

এদিন বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিকমাধ্যমে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনার পর বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ ঘটনার তদন্ত চলছে এবং একাধিক ক্যামেরা ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা দুর্ঘটনার দিকে ইঙ্গিত দেয়।