আজ মুক্তি পাচ্ছেন আরও ১৮৩ ফিলিস্তিনি

মুক্তি
  © আল জাজিরা
যুদ্ধবিরতির আওতায় আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) ইসরায়েল আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এই সকল বন্দী ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়ে বলেছে, মুক্তি পেতে যাওয়া বন্দীদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাভোগ করছেন, এবং ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

প্রথমে ইসরায়েল ঘোষণা করেছিল ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা, তবে পরে সংখ্যাটি বাড়িয়ে ১৮৩ করা হয়েছে। ফিলিস্তিনি বন্দী সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বন্দীদের মুক্তির বিনিময়ে, হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে। হামাস জানিয়েছে, আজ মুক্তি পাওয়া তিনজনের মধ্যে দুজন মার্কিন নাগরিক। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা টেলিগ্রামে জানান, মুক্তিপ্রাপ্ত তিনজনের নাম হচ্ছে: ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল, এবং ওফার কালদেরন।

গত বৃহস্পতিবার, হামাস থাইল্যান্ডের পাঁচজন নাগরিক এবং তিনজন ইসরায়েলিকে মুক্তি দিয়েছিল। একইদিনে, ইসরায়েলি কারাগার থেকে ১১০ ফিলিস্তিনিও মুক্তি পায়।

১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে, ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দী বিনিময়ের এই প্রক্রিয়া চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৭,৩০০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,০০০ জন আহত হয়েছে। হামলায় গাজার স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।