আজ মুক্তি পাচ্ছেন আরও ১৮৩ ফিলিস্তিনি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ AM
-10155.jpg)
যুদ্ধবিরতির আওতায় আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) ইসরায়েল আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এই সকল বন্দী ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়ে বলেছে, মুক্তি পেতে যাওয়া বন্দীদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাভোগ করছেন, এবং ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।