বাংলাদেশ সীমান্তে উঁচু শস্য না ফলাতে কৃষকদের অনুরোধ বিএসএফের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ PM
-10112.jpg)
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দেশটির কৃষকদের বাংলাদেশ-ভারত সীমান্তে উঁচু শস্য, যেমন পাট, না ফলানোর অনুরোধ করেছে। এই ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের একটি চিঠি পাঠানো হয়েছে।
বিএসএফের দাবি, এসব উঁচু শস্যের মধ্যে লুকিয়ে বাংলাদেশিরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিস পাচার করে।
নিউজ-১৮ এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস আগে বিএসএফ এই বিষয়টি নিয়ে ম্যাজিস্ট্রেটদের চিঠি পাঠায়। বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, “অনুপ্রবেশকারী ও পাচারকারীদের জন্য এটি একটি সুযোগ। তাই ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে তারা কৃষকদের উঁচু শস্য না উৎপাদন করার অনুরোধ করেন।”
এদিকে, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হবে, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।
বিজিবি ও বিএসএফের মধ্যে সাধারণত বছরে দুটি বৈঠক হয়, একটি ঢাকায় এবং আরেকটি নয়াদিল্লিতে। তবে গত বছর ৫ আগস্টের পর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।