আর্জেন্টিনায় ফিলিস্তিনি সড়কের নাম পরিবর্তনের প্রস্তাব
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ PM

আর্জেন্টিনার আইনপ্রণেতা বুয়েনোস আইরেসের প্যালেস্টাইন সড়ক নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন। দেশটির মেয়র ইয়ামিল সান্টোরো বলেছেন, তিনি একটি বিল উপস্থাপন করছেন যাতে বুয়েনোস আইরেসের আলমাগ্রো মহল্লায় অবস্থিত "এস্তাদো দে প্যালেস্টিনা" (স্টেট অব প্যালেস্টাইন) সড়কটি "ফামিলিয়া বিবাস" নামে পুনঃনামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। গাজায় নিহত হওয়া ইসরায়েলি-আর্জেন্টিনীয় পরিবারের সম্মানে এই নামকরণ করা হচ্ছে।
সান্টোরো বলেছেন, “এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকারদের স্মরণ ও সম্মান জানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের ডেপুটি মেয়র।
সান্টোরো আরও বলেছেন যে এই পদক্ষেপটি প্যালেস্টিনিয়ান অথরিটি (PA) এর সরকারি স্বীকৃতি দূর করার উদ্দেশ্যেও নেওয়া হয়েছে। তিনি বলেন, বুয়েনোস আইরেসের উচিত “এমন একটি প্রতিষ্ঠানের স্বীকৃতি না দেওয়া”।
প্রস্তাবটির আলোচনা ১ মার্চ থেকে স্থানীয় কংগ্রেসের বিধানসভা সেশন শুরু হলে শুরু হবে। বিলটি পাস করতে হলে এটি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে হবে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে যে শিরি বিবাস এবং তার ছেলে কফির ও অ্যারিয়েল ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।
আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বড় ইহুদি জনগণের বাসস্থান। দেশটিতে উগ্রবাদী ইসরায়েলের সমর্থক প্রেসিডেন্ট জাভিয়ের মিলে নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র: আল জাজিরা