ভুয়া খবর দিয়েছে ভারতীয় মিডিয়া: নিউইয়র্ক টাইমস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ১১:৫৮ AM

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ভারতের সংবাদমাধ্যমের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই-বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়—যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি।
নিউইয়র্ক টাইমস জানায়, ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি ছিল ভিত্তিহীন।
এছাড়া, ভারত সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিতে আরও ধাক্কা লাগে যখন জানা যায়, দেশটির সরকার অন্তত ৮ হাজারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়—যার বেশিরভাগই ছিল পাকিস্তানিদের।
প্রতিবেদনটির শেষে বা বলেছে, ভারতীয় মিডিয়ার আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।