অস্ট্রেলিয়ার প্রতি ইসরায়েলের ২ মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার অনুরোধ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৯:৪০ AM

অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিস (এসিআইজে) অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এসিআইজে-এর নির্বাহী পরিচালক রাওয়ান আররাফ বলেন, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সাম্প্রতিক যৌথ বিবৃতি দেখিয়েছে যে, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার জন্য এখনও খুব বেশি দেরি হয়নি। তারা নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতে পারে দেশটি।
তিনি বলেন, “যদি অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে গাজা উপত্যকা নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে স্মোত্রিচের ভয়াবহ মন্তব্যের বিরুদ্ধে তারা ফৌজদারি তদন্ত শুরু করবে।”
আররাফ বলেন, “নিষেধাজ্ঞা হলো এমন গুরুতর লঙ্ঘন প্রতিরোধ ও শাস্তির জন্য সর্বনিম্ন প্রতিক্রিয়া।”
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার উচিত ইসরায়েলের ওপর “দুই দিক থেকে অস্ত্র নিষেধাজ্ঞা” আরোপ করা।
“চলমান সামরিক বাণিজ্য ও সহযোগিতা কেবল ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে শক্তিশালী এবং তাদের সামরিক বাহিনীকে আরও ক্ষমতাবান করে তোলে,” যোগ করেন তিনি।