যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত
নিহত বাংলাদেশি  © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অজ্ঞাত হামলাকারীর গুলিতে ৪৭ বছর বয়সী আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি নোয়াখালীতে। বাবা আবু তাহের, স্ত্রী মাহমুদা বেগম, ছেলে ফারুজ আহমেদ (৪) এবং মেয়ে ফাইজা মাহফুজকে (৯) নিয়ে আটলান্টায় থাকতেন তিনি। নিহতের ছোট ভাই মাসুম আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা লটারি বা ডিভি লটারি জিতে জীবিকার সন্ধানে প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সালেহ। একটি দোকানে কাজ করা দিয়ে জীবিকা শুরু করলেও পরে তিনি জর্জিয়ায় নিজের ব্যবসা গড়ে তোলেন।

জর্জিয়ায় বসবাসকারী আরেক বাংলাদেশি তারেক হাসান জানান, বুধবার বাংলাদেশ সময় সকালে এক ব্যক্তি সালেহের দোকানের ভেতরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমেদের বাবা।


মন্তব্য