যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাভি

যুক্তরাজ্যের
নতুন অর্থমন্ত্রী ইরাকি বংশোদ্ভূত  © সংগৃৃহীত

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নাদিম জাহাভিকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই নতুন অর্থমন্ত্রী ইরাকি বংশোদ্ভূত। তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।  রানি দ্বিতীয় এলিজাবেথ অর্থমন্ত্রীর পদে তাঁর নিয়োগ অনুমোদন দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স ও এএফপির।

রয়টার্স জানায়, ৫ জুলাই নাদিম জাহাভিকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দেশটির শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শিক্ষা ও ব্যবসায়িক বিভাগে জুনিয়র মন্ত্রীর ভূমিকায় কাজ করার পর নাদিম জাহাভি ২০২০ সালে কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিযুক্ত ছিলেন। ঋষি সুনাক অর্থমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বরিস গতকাল মঙ্গলবার এই নিয়োগ দেন।২০২১ তাকে শিক্ষা নীতি পরিচালনার জন্য মন্ত্রিসভায় পদোন্নতি দেন বরিস জনসন।

৫৫ বছর বয়সী নাদিম প্রখ্যাত জরিপ প্রতিষ্ঠান ইউগভের সহপ্রতিষ্ঠাতা।