লিবিয়ায় দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ১৩

লিবিয়ায় দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ১৩
লিবিয়ায় দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ১৩   © সংগৃৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের এটি ছিল সর্বশেষ সংঘর্ষের ঘটনা।

ত্রিপোলি অ্যাম্বুলেন্স ও জরুরি সার্ভিসের মুখপাত্র ওসামা আলী জানান, সংঘর্ষের ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। ত্রিপোলির অন্যতম শক্তিশালী বাহিনী, আরএডিএ'র সদস্যদের শুক্রবার সকালে বেশিরভাগ কেন্দ্রীয় এলাকার দেখা গেছে।

তেল সমৃদ্ধ লিবিয়া ২০১১ সাল থেকে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি চার দশক ক্ষমতায় থাকার পর উৎখাত হয়েছিল সে সময়। এরপর থেকেই সহিংসতা চলছে লিবিয়ায়।


মন্তব্য