ক্রিমিয়ায় রাশিয়ার ৯ যুদ্ধবিমান ধ্বংস

ক্রিমিয়ায় রাশিয়ার ৯ যুদ্ধবিমান ধ্বংস
ক্রিমিয়ায় রাশিয়ার ৯ যুদ্ধবিমান ধ্বংস  © ফাইল ফটো

ক্রিমিয়ায় রাশিয়ার নয়টি যুদ্ধবিমান বিস্ফোরণে ধ্বংস হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি তারা রাশিয়ার বিমান ঘাঁটিটিতে এ বিস্ফোরণ ঘটিয়েছে। মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্রিমিয়া বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। 

যদিও রাশিয়া ঘাঁটিতে থাকা সঞ্চিত গোলাবারুদে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে। আর কৃষ্ণসাগর উপদ্বীপের গভর্নর জানিয়েছেন, বিস্ফোরণে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। 

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেওয়া রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ক্রিমিয়া উপকূল দখলে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ইউক্রেন এবং পুরো স্বাধীন ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ শুরু হয় ক্রিমিয়া দিয়ে এবং আর তা শেষ করতে হবে ক্রিমিয়া দিয়ে - এর স্বাধীনতার মধ্য দিয়ে’।

বুধবার রুশ কর্তৃপক্ষ ওই বিস্ফোরণকে খাটো করে দেখানোর চেষ্টা চালিয়ে বলেছে, ক্রিমিয়া উপকূলের কোনও হোটেল ও সৈকতে কোনও প্রভাব পড়েনি। এই উপত্যকা রাশিয়ার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। বিস্ফোরণের পর ধোঁয়ার কুন্ডলি উঠতে শুরু করলে বহু পর্যটক ভয়ে পালাতে শুরু করেন। বেশ কয়েকটি আবাসিক ভবনের জানালা এবং অন্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

স্বল্প সময়ের মধ্যে ইউক্রেনের দক্ষিণে হামলা চালাতে সাকি বিমান ঘাঁটি ব্যবহার করে থাকে রুশ যুদ্ধবিমান। ইউক্রেনীয় সোশাল নেটওয়ার্কগুলোতে গুঞ্জন ওঠে ইউক্রেন থেকে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত করেছে।

মস্কোর কর্মকর্তারা দীর্ঘদিন থেকে সতর্ক করে বলে আসছেন, ক্রিমিয়ায় ইউক্রেন কোনও হামলা চালালে ব্যাপক প্রতিশোধ নেওয়া হবে। সেক্ষেত্রে কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহনকারী কেন্দ্রে’ হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে আসছে তারা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ