দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া গোতাবায়া

দেশে ফিরেছেন পালিয়ে যাওয়া গোতাবায়া
গোতাবায়া রাজাপাকসে  © ফাইল ফটো

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। স্থানীয় সময় শুক্রবার গোতাবায়া দেশে ফিরেন বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। খবর এএফফির।

খবরে বলা হয়, কলম্বোর ৩০ কিলোমিটার উত্তরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে গোতাবায়াকে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী ও রাজনীতিকরা। বিমানবন্দরের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমান থেকে নামার পর তাকে (গোতাবায়া) ফুলের মালা পরাতে সরকারদলীয় রাজনীতিকদের ছোটাছুটি শুরু হয়।’

কয়েক মাস ধরে বিক্ষোভের পর জুলাইয়ের মাঝামাঝিতে গোতাবায়ার সরকারি বাসভবনে হানা দেয় নিরস্ত্র বিক্ষোভকারীরা। সে সময় সেনা প্রহরায় শুরুতে মালদ্বীপ যান তিনি। পরে সেখানেও বিক্ষোভ হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে পাড়ি দেন গোতাবায়া।

সিঙ্গাপুর থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট। সেটি গৃহীত হলে পার্লামেন্টের মাধ্যমে গোতাবায়ার উত্তরসূরি নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।

সিঙ্গাপুরে কিছুদিন অবস্থান করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাময়িক অবস্থানের জন্য যান গোতাবায়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশে ৫২ দিন থাকার পর বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেন ৭৩ বছর বয়সী এ রাজনীতিক।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘তিনি (গোতাবায়া) থাই হোটেলে দৃশ্যত বন্দির মতো ছিলেন এবং দেশে ফিরতে ছিলেন মরিয়া।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘ফেরার পর তার সুরক্ষায় আমরা নিরাপত্তা বিভাগ সৃষ্টি করেছি।’


মন্তব্য