ঢাকার প্রথম মেয়র আবুল হাসানাত মারা গেছেন

মেয়র
ব্যারিস্টার আবুল হাসনাত  © সংগৃহীত

ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত (৮২) মারা গছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে লন্ডনে নিজ বাসায় মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল হাসনাত দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। এরপর করোনা শুরু হলে তিনি আর দেশে ফেরেননি।

জানা গেছে, বিএনপি প্রতিষ্ঠার প্রথম কমিটির সদস্য ছিলেন আবুল হাসানাত। যদিও পরে ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। কিন্তু এরশাদের পতনের পর পুনরায় বিএনপিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য হন।

ব্যারিস্টার আবুল হাসনাত কমিশনারদের মাধ্যমে ১৯৭৭-৮২ মেয়াদে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আবার মেয়র নির্বাচিত হন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ