ইমপ্যাক্ট ক্রিকেটার শান্তর প্রশংসায় মুখর শ্রীরাম

খেলাধুলা
  © সংগৃৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে  নাজমুল হোসেন শান্তর অন্তভুক্তি নিয়ে। তবে সেসব উড়িয়ে দিয়ে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছিলেন শান্ত ইমপ্যাক্টফুল ক্রিকেটার। ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়ে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন শান্ত। কিউইদের বিপক্ষে খেলেছেন ইনিংস সর্বোচ্চ ৩৩ রান। তাতে শ্রীরাম বলছেন শান্ত যেভাবে খেলেছে, সেটা খুবই উৎসাহব্যঞ্জক।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন শ্রীধরন শ্রীরাম। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় টাইগার কনসালট্যান্ট জানালেন সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে।

শান্তর প্রসঙ্গে শ্রীরাম বলেন, ‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, সেটা খুবই উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রানে) আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।’ 

শ্রীরাম যোগ করেন, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালি হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে। আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।’

এছাড়া দলের পেস বোলারদের প্রশংসা করেছেন শ্রীরাম। বলেছেন পেসাররা যেভাবে বল করছেন সেটা ইতিবাচক। অফ ফর্মে থাকা মোস্তাফিজও দ্রুত শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক এই কোচের।

শ্রীরাম বলেন, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন। শরিফুল দ্বিতীয় ম্যাচে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেন্থে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক। ফিজ দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত ও সাইফও তাদের সুযোগ পাবে।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ