ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭২

ফিলিপাইন
  © সংগৃৃহীত

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিলিপাইনে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩৩ জন। শনিবার (২৯ অক্টোবর) সিএনএন ও গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়। নিহতের মধ্যে সবচেয়ে বেশি ৬৭ জনের মৃত্যু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মাগিন্দানাওয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, বৃহস্পতিবার থেকেই দেশটির দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। ফলে অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। নিচু এলাকায় আকস্মিক বন্যার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ভারী বর্ষণে কাদা, পাথর এবং ভেসে যাওয়া গাছের স্রোত অনেকেই চাপা পড়েছেন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে দেশটির বিভিন্ন জরুরি সংস্থার পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে নেমেছে। বহু মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।


মন্তব্য