বন্ধ্যাত্বের খোটা শুনতে শুনতে ক্লান্ত নারী জন্ম দিলেন প্লাস্টিকের শিশু

আন্তর্জাতিক
নারী জন্ম দিলেন প্লাস্টিকের শিশু  © সংগৃৃহীত

বন্ধ্যাত্ব নিয়ে রোজ শুনতে হত কটাক্ষ। এই আবহে ছয় মাস ধরে গর্ভবতী হওয়ার নাটক করলেন। এরপর ৪০ বছর বয়সে সেই মহিলা একটি প্লাস্টিকের সন্তান জন্ম দিলেন। ঘটনাটি উত্তরপ্রদেশের ইটাওয়ার বাধপুরা থানার অন্তর্গত উড়ি মোড়ে ঘটে। জানা গিয়েছে, ১৮ বছরের বৈবাহিক জীবনে ক্রমাগত পরিবার সদস্যের খোটা শুনতে হত সেই মহিলাকে। এই আবহে শেষ পর্যন্ত নিজের গর্ভবতী হওয়ার ভুয়ো গল্প বানিয়ে পরিবার সদস্যদের বোকা বানাতে চেয়েছিলেন তিনি।

নিজের গর্ভধারণের কথা জানিয়ে ওই মহিলা নিয়মিত কমিউনিটি হেলথ সেন্টারে যেতেন চিকিৎসার জন্য। এরম করে ৬ মাস চলতে থাকে। এরপর একদিন হঠাৎ তিনি অভিযোগ করেন যে তাঁর পেটে ব্যথা হচ্ছে। এরপর তিনি দাবি করেন যে সময়ের আগেই তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। এরপর সেই ‘সন্তান’কে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে জানান যে সেটা আসল শিশু নয় বরং প্লাস্টিকের পুতুল।

উল্লেখ্য, অভিযুক্ত মহিলা প্লাস্টিকের পুতুলটিকে এমন ভাবে রঙ করেছিলেন যাতে মনে হয়েছিল যে সেটি আসল। পরে খতিয়ে দেখা যায় যে গর্ভধারণ সংক্রান্ত সকল টেস্ট রিপোর্ট এবং এক্সরে ভুয়ো। জানা যায়, সেই মহিলা পেটে সংক্রমণের কারণে বিগত ছয় মাস ধরে হাসপাতালে আসছিলেন। হাসপাতালের চিকিৎসক মেনে নেন যে সেই মহিলা গর্ভধারণের বিষয়ে পরিবারের সদস্যকে মিথ্যে কথা বলেন।


মন্তব্য