চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ

আন্তর্জাতিক
চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ  © সংগৃহীত

বৃহস্পতিবার গভীর রাতে ভারতের কেরলের কোচিতে একটি চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। জানা গিয়েছে, অভিযোগকারী একজন ১৯ বছর বয়সি মডেল। এই ঘটনায় তিনজন পুরুষ ও একজন মহিলাকে হেফাজতে নিয়েছে এর্নাকুলাম পুলিশ। তবে এখনও তাদের গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে বর্তমানে নির্যাতিতা কালামাসেরি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা পিটিআই-কে বলেছেন, ‘চিকিৎসা থেকে স্পষ্ট প্রমাণ মিলেছে যে তাঁকে আঘাত করা হয়েছিল। অপরাধ করার পর পুরুষরা তাঁকে কাক্কানাড়ে ফেলে দিয়ে যায়।’

রিপোর্ট অনুযায়ী, কোচি শিপইয়ার্ডের কাছে একটি পাবে গিয়েছিলেন সেই তরুণী। সেখানে অত্যাধিক মদ্যপান করায় মাতাল হয়ে পড়েন পেশায় মডেল সেই তরুণী। অভিযুক্তরা এরপর সেই তুরণীকে কাক্কানাড়ে তাঁড়ি বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। পথে গাড়িতেই সেই মডেলকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা তাঁকে তাঁর বাড়ির কাছে ফেলে দিয়ে যায়।

এক বেসরকারি হাসপাতাল পুলিশকে তরুণীর অবস্থা রিপোর্ট করলে ঘটনাটি জানাজানি হয়। এই ঘটনায় ৩৭০ এবং ৩৭৬ ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। কেরলের স্বাস্থ্য এবং মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী বীণা জর্জ বলেছেন যে কোচিতে এই তরুণীর গণধর্ষণের ঘটনাটি মর্মান্তিক। তিনি বলেন, ‘ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটির পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি নির্দেশ দিয়েছি।’


মন্তব্য