খুনের পর দেহের ৮০ টুকরো; ১ বছর পর আটক ২

আন্তর্জাতিক
খুনের পর দেহের ৮০ টুকরো; ১ বছর পর আটক ২  © প্রতীকী ছবি

সদ্য দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ঘটনায় অভিযুক্ত আফতাব, শ্রদ্ধাকে হত্যা করে তার ৩৫ টি দেহাংশ ছড়িয়ে দেয় বলে অভিযোগ। এদিকে, মধ্যপ্রদেশের ভোপালে একই রকমের ঘটনা ১ বছর আগে ঘটে যায়। উল্লেখ্য, ভোপালে ২১ বছর বয়সী বিকাশ গিরির নিখোঁজ রহস্য ও পরে তাঁর খুনের ঘটনাও খানিকটা মিলে যায় শ্রদ্ধা হত্যা কাণ্ডের সঙ্গে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোপালের রেওয়াতে ৩১ বছরের ইউনিস আনসারি ও তার আত্মীয় সিরতাজ মহম্মদকে পুলিশ গ্রেফতার করেছে বিকাশ গিরির হত্যাকাণ্ডে। পুলিশের এসপি নবনীত গিরি বলছেন, ' ফরেস্ট ডিপার্টমেন্টের কনট্রাক্টর বিকাশ গিরি গত ২০২১ সালের অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।' তাঁর খোঁজ করার আর্জি নিয়ে পরিবার দ্বারস্থ হয় পুলিশের। শুরু হয় তদন্ত। ততক্ষণে নিখোঁজের কেসও তৈরি হচ্ছে। এরপর ফেব্রুয়ারি মাসে জঙ্গলে এক পশুপালক দাবি করেন, তিনি সেখানে মানুষের হাড়গোড় দেখেছেন।

ছুটে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। প্রথমে ইউনিস আনসারিকে গ্রেফতার করা হয়। পরে তার সূত্র ধরেই আত্মীয় সিরতাজকে জালে নেয় পুলিশ। দুধমানিয়া জঙ্গলে ততক্ষণে উদ্ধার হয় বিকাশ গিরির দেহ। এরপর অভিযুক্তরা জানায় আসল ঘটনা। অভিযুক্ত, ইউনিস আনসারির বোনকে রোজই অত্যাচার করতেন বলে অভিযোগ বিকাশ গিরির বিরুদ্ধে। বিকাশ মারধর করতেন বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকে একদিন ইউনিস ও সারতাজ ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের দাবি,তাদের চোখের সামনেই ওই মহিলাকে মারধর করা হয়।

এরপর রাগ ধরে রাখতে না পেরে বিকাশকে দুজনেই মারধর করে বলে অভিযোগ। তখনই বিকাশের মৃত্যু হয়। এরপর বিকাশর দেহের ৮০ টি টুকরো করে দিয়ে তা দুধমানিয়া জঙ্গলে সিরতাজ ও ইউনিস ফেলে দেয়। জেরার মুখে একথা তারা পুলিশকে জানিয়েছে বলে খবর। এক বছর আগে ঘটে যাওয়া কাণ্ডে, ২০২২ সালের নভেম্বর মাসে ইউনিসকে প্রথমে আটক করে পুলিশ। চলে জেরা। তখনই বেরিয়ে আসে সত্যিটা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ