শিক্ষিত বেকারদের জন্য সুখবর, পদ খালি ৩৫৮,১২৫

চাকরি
  © ফাইল ফটো

দেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের জন্য সুখবর। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণির চাকরিতে। তৃতীয় শ্রেণির চাকরিতে ১ লাখ ৫১ হাজার ৫৩৮টি পদ খালি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পরিসংখ্যান ২০২১–এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ খালি রয়েছে ১ লাখ ৫১ হাজার ৫৩৮টি । চতুর্থ শ্রেণির পদ খালি আছে ১ লাখ ২২ হাজার ৬৮০টি। প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি এবং দ্বিতীয় শ্রেণির পদ খালি আছে ৪০ হাজার ৫৬১টি। সবমিলিয়ে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়ে এতোগুলো পদ শূন্য থাকায় এ বছর নতুন নিয়োগ বাড়তে পারে।

২০২০ সালে করোনা সংক্রমণের পর সরকারি ও বেসরকারি নিয়োগ এক প্রকার থেমে যায়। করোনার কারণে বাতিল হতে থাকে একের পর এক নিয়োগ পরীক্ষা। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেমন কমতে শুরু করে, তেমনি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিও বন্ধ হয়। এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিও হারায় হাজার হাজার মানুষ। তবে করোনার প্রকোপ কমে এলেও চাকরির বাজারে আগের মতো গতি আসেনি। গত বছর বড় ধরনের তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না। সবশেষ প্রাথমিকে শিক্ষক নিয়োগ হয় ৩৭ হাজারের কিছু বেশি।

মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা শুনে অনেক শিক্ষিত বেকাররা বিস্ময় প্রকাশ করেছেন। মতামত জানতে চাইলে ২০২০ সালে মাস্টার্স শেষ করা মনোয়ার হোসেন বলেন, “সরকারি এতোগুলো পদ খালি আছে, অথচ আমরা বেকার বসে আছি। আমরা বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই।” তিনি অতি দ্রুত এসব শূন্য পদে জনবল নিয়োগের জন্য সরকারের কাছে আহবান জানান। 

 


মন্তব্য