০৫ জানুয়ারি ২০২৩, ১৮:১৪

সমন্বিত ১০ ব্যাংকে ২৭৭৫ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 

  © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ওইসব প্রতিষ্ঠানে "অফিসার (জেনারেল)"-এর ২৭৭৫টি শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অফিসার (জেনারেল)

গ্রেড: ১০ম

অফিসার (সাধারণ) পদে ২৭৭৫ জন নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে— সোনালী ব্যাংকে ১০৫৪টি, জনতা ব্যাংকে ৩০২টি, অগ্রণী ব্যাংকে ১০০০টি, রূপালী ব্যাংকে ১৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৩৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৭৫টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৯টি, কর্মসংস্থান ব্যাংকে ৪৫টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ৬টি ।

আরো পড়ুন: ২৭৫ জনকে চাকরির সুযোগ দেবে পরিবেশ অধিদপ্তর

আবেদনের শেষ সময়:  আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১১টায় ৫৯ মিনিট।

আবেদন ফি : ২০০ টাকা

আরো পড়ুন: সমন্বিত ১০ ব্যাংকে নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ৯২২

বয়স: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন : আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

বিস্তারিত বিবরণ: