বিআরটিএতে চাকরির সুযোগ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৬:২৩ PM , আপডেট: ২৩ মে ২০২৩, ০৮:২০ PM

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ পদে মোট ১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আবেদন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ২১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা— ৪ জন
২. কল্যাণ কর্মকর্তা— ১ জন
৩. সহকারী ব্যবস্থাপক— ১ জন
৪. সহকারী নেজারত কর্মকর্তা— ১ জন
৫. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা— ১ জন
৬. সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা— ১ জন
৭. সহকারী নিরাপত্তা কর্মকর্তা— ২ জন
৮. সহকারী পরিযান কর্মকর্তা— ৩ জন
৯. ক্যামেরাম্যান— ১ জন
চাকরির আবেদনের বয়স: প্রার্থীর বয়স এ বছর ৮ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৮ জুনের মধ্যে জমা দিতে পারবেন।
আবেদন, বিজ্ঞপ্তি, বয়স, বেতন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।