মেঘনা গ্রুপ নিয়োগ দেবে অ্যাডমিন অফিসার

চাকরি
  © লোগো

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে। একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জ অফিসে নিয়োগ পাবেন।

পদের নাম : অফিসার, অ্যাডমিন (ফ্যাক্টরি কমপ্লেক্স)।

পদ সংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে এমবিএ।

কাজের ধরন : নির্বাচিত প্রার্থী কারখানায় প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন। দায়িত্বপালন শেষে বিভাগীয় প্রধানকে প্রতিবেদন পাঠাবেন। সফটওয়্যারের মাধ্যমে কর্মীদের সঠিক উপস্থিতি তালিকা প্রণয়ন করা। বিল তৈরিতে সহায়তা করা। বাজেট নিয়ন্ত্রণের জন্য ডাটাবেজ সংরক্ষণ করা।

চাকরির ধরন : পূর্ণকালীন।

কর্মক্ষেত্র : অফিস।

বয়সসীমা : কমপক্ষে ২৬ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফ্ট এক্সেল এবং মাইক্রোসফ্ট ওয়ার্ডে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা টাইপিংয়ে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

নিয়োগের স্থান : নারায়ণগঞ্জ।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে : আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট, ২০২৩।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বুয়েটের মাধ্যমেই