প্রতিমন্ত্রীর আশ্বাসে এক সপ্তাহের জন্য আন্দোলন প্রত্যাহার করলেন ৩৫ প্রতাশীরা

চাকরি
সরকারি চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ  © সংগৃহীত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের আশ্বাসে এক সপ্তাহের জন্য লাগাতার কর্মসূচি প্রত্যাহার করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই আন্দোলনের নেতারা।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। 

শুভ বলেন, আমরা দীর্ঘদিন যাবত চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। এ আন্দোলন করতে গিয়ে আমরা নানাভাবে হামলা মামলার শিকার। সদ্য বহিষ্কৃত এডিসি হারুনের হাতে মাইর খেয়েছি। আমাদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পুলিশ বারবার আমাদের বাধা দিয়েছে। সর্বশেষ গত ৩০ আগস্ট থেকে আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা বেশ কয়েকবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎতের সুযোগ চাইলেও আমাদের তা দেওয়া হয়নাই। গত ৭ সেপ্টেম্বর শাহবাগে আমাদেরকে নির্মমভাবে পেটানো হয়।

শুভ বলেন, অবশেষে আজ মঙ্গলবার আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই। আমরা মাননীয় প্রতিমন্ত্রীর নিকট আমাদের উপর চলা নির্মম নির্যাতন ও আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে উল্লেখিত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কথা তুলে ধরেছি। পাশাপাশি করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে যে ব্যাক ডেইট দেয়া হয়েছে তার অবৈধতা তুলে ধরেছি। আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, লাগাতার কর্মসূচি ও আমাদের উপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেছি। আমাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো ফলাফল দেয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। 

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি আগামী সোমবার মন্ত্রিপরিষদের একটি মিটিং রয়েছে। আমরা শিক্ষার্থী সমাজ আশাবাদী যে উক্ত মিটিংয়ে তিনি আমাদের দাবির যৌক্তিকতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আগামী বুধবারের মধ্যে যদি আমরা কোন ফলাফল না পাই তাহলে বুধবার থেকে আবার শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিব।


মন্তব্য