চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ

চাকরি
  © সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে নীলক্ষেত অবরোধ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন। আজ হঠাৎ নীলক্ষেতে এসে অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই অথবা ঊর্ধ্বতন/প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাথে কথা বলার সুযোগ দিতে হবে। আর কোন ভাবে প্রশাসন আমাদের বাধা দিলে আমার কেরোসিন দিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহুতি দিবেন বলেও তারা জানিয়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, করোনা মহামারির সময়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বা তার বেশি থাকা সত্ত্বেও করোনা মহামারির কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা আরও ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদে এখন পর্যন্ত ৭১ বার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি উত্থাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ করলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।

চাকরি প্রার্থীদের দাবিসমূহ- দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধি, সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ