মোটরসাইকেল-ইজিবাইক নিয়ে নীতিমালা হচ্ছে: কাদের

কাদের
  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আবারও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ে বেসরকারিভাবে যে পরিসংখ্যান দেয়া হয় সেগুলোর কোন ভিত্তি নেই। ঢাকার বাইরে বেপরোয়া ইজি বাইকের কারণে সড়কে দুর্ঘটনা বেশি হয়। ইজিবাইক ও মোটরবাইক দুর্ঘটনায় জন্য বেশি দায়ী। তাই এসব নিয়ে নীতিমালা হচ্ছে। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, “আমি মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে, বিশেষ করে মোটর সাইকেল ও তিন চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছুটা কাজ হচ্ছিল নীতিমালা নিয়ে। এই নীতিমালার কাজ যেন দ্রুত শেষ হয় সেই নির্দেশ দিয়েছি।”

মহাসড়কে নসিমন, করিমন ভাটভটিসহ তিনচাকার যান চলাচল বন্ধের জন্য উচ্চ আদালত এরআগে বহুবার নির্দেশনা দিয়েছে, কিন্তু রাস্তা থেকে সেগুলো সরানো যায়নি।

বাংলাদেশে মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে এসব তিন চাকার বাহনকে দায়ী করা হয়। আর গত কয়েক বছর ধরে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর একটি বড় কারণ হয়ে উঠেছে মোটরসাইকেল।  

সেতুমন্ত্রী বলেন, “নীতিমালা কার্যকর করতে হবে। এছাড়া বিশ্বব্যংক রোড সেফটির উপরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আশা করি এই দুটি কাজ হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে।”

ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে, আশা করছি বাকি কাজ এ বছরের মধ্যেই শেষ হবে। একইসঙ্গে গাজীপুর এক্সপ্রেসওয়ের কাজও চলছে। যার নিচে ৬ লেনের প্রকল্প থাকবে। গাজীপুরের কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপি ভয়ের কোনো কারণ নয়। তাদের অগ্নি-সন্ত্রাস, অপকর্ম জনগণের ভয়ের কারণ। তাদের কোনো কথায় সরকার মাথা ঘামায় না। নির্বাচন করতে পারলে শপথও নেয়া যায়। তাতে সাংবিধানিক কোনো বাধা নেই।

সেতুমন্ত্রী আরও বলেন, পায়রা-মেঘনা ব্রিজ ও বেশ কয়েকটি উড়াল সড়ক আগামী পাঁচ বছরে নির্মাণ করা হবে। পদ্মা সেতুতে প্রতিদিন ২ কোটি টাকা টোল আদায় করা হয়। কর্ণফুলী টানেলে ১০ লাখ টাকার টোল ওঠে। এ পর্যন্ত ১০ কোটি ৭২ লাখ টাকা টোল আদায় হয়েছে। যেসব প্রকল্পের আশানুরূপ টোল পাওয়া যাচ্ছেনা, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ