বিসিএসের লিখিত পরীক্ষায় পাসের ১৫ বছর পর ভাইভাতে বসছেন দেবদাস

সরকারী কর্ম কমিশন
  © ফাইল ছবি

বিসিএসের লিখিত পরীক্ষায় পাশের ১৫ বছর পর ২৯তম বি.সি.এসের দেবদাস বিশ্বাস নামের এক চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষা বসছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে তার ভাইভা অনুষ্ঠিত হবে

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-৩১৫৯/২০১১ এবং সিভিল পিটিশন ফর লীভ টু আপীল নম্বর-৩০৩১/২০১৮ এর রায়ের পরিপ্রেক্ষিতে ২৯তম বি.সি.এস. পরীক্ষা-২০০৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী জনাব দেবদাস বিশ্বাস, রেজিস্ট্রেশন নম্বর- ০০১৫৭৫ এর মৌখিক পরীক্ষা আগামী (২৫ ফেব্রুয়ারি ২০২৪) সকাল ১১ টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়েছে, কমিশন কর্তৃক প্রেরিত সাক্ষাৎকারপত্র এবং সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।


মন্তব্য