চাকরি ছেড়ে দিলেন ৪ এএসপি
- মোমেন্টস জবস
- প্রকাশ: ২২ মে ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২২ মে ২০২৪, ০৪:৩৪ PM

চাকরির বয়স সবে শুরু, তবে এর আগেই চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন।
চাকরি ছেড়ে দেওয়া চারজন হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম।
জানা গেছে, চার এএসপির আবেদনের প্রক্ষিতে গত ২৭ এপ্রিল তাদের অব্যাহতি দেওয়া হয়। এরপর গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই চার কর্মকর্তা কেন চাকরি ছেড়েছেন তার কারণ প্রজ্ঞাপনে জানানো হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
তবে ঠিক কী কারণে ওই চার এএসপি চাকরি ছেড়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।