আসছে বিশেষ বিসিএস; বিজ্ঞপ্তি হতে পারে আজ
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১২:৪০ PM

৪৮তম বিশেষ বিসিএস আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
পিএসসির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৯ মে) এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
পিএসসির পরীক্ষা (ক্যাডার) শাখার একজন কর্মকর্তা জানান, ৪৮তম বিশেষ বিসিএসের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। আজকেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জেনেছি। চেয়ারম্যান নির্দেশনা দিলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পদসংখ্যার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, মোট তিন হাজার শূন্যপদ রয়েছে। সবই চিকিৎসক। তার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
পিএসসি সূত্র জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবেন, তাদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।
এ বিসিএসে কোনো বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা থাকবে না। ফলে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং নিয়োগের সুপারিশ করবে পিএসসি।
এদিকে, বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। চিকিৎসক নিয়োগে এক্ষেত্রে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।