৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে

বিসিএস
  © লোগো

এ বছর সম্পূর্ণ নতুন একটি বিসিএস পেতে যাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বয়স বিবেচনায় আগামী নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে পদের সংখ্যা এখনই বিস্তারিত জানা যায়নি।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এক বছর বিরতি দিয়ে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। জনপ্রশাসন থেকে পদের সংখ্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে এ বছর যাঁদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, তাঁরা সুযোগ কাজে লাগাতে পারবেন। 

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুস সবুর মণ্ডল জানিয়েছেন, আমাদের বিভাগ ৪৫তম বিসিএস নিয়ে কাজ করছে। তবে বিস্তারিত জানাতে আরও কিছুদিন সময় লাগবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বলেন, ৪৫ তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বর মাসের যেকোনো সময়ে এটি প্রকাশিত হতে পারে। এছাড়া অনেকগুলো মন্ত্রণালয় থেকে ক্যাডারের চাহিদা ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের আগপর্যন্ত এগুলো সমন্বয় করে পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে। যতটা পদ বাড়িয়ে নিয়োগ দেওয়া যায়, সে চেষ্টাই করা হবে। পদ নির্দিষ্ট করে পিএসসিকে সেই পদের তালিকা পাঠিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বলা হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ