সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি সম্ভব: নতুন আইনজীবী
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ PM
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার নতুন আই্নজীবী অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন, এ মামলার নিষ্পত্তি এখনও সম্ভব। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এবার বিচারের মুখোমুখি করা যাবে বলে জানান তিনি।
এ মামলায় শিশির মুনিরকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দিয়ে রুনির ভাই মেহেরুন বলেন, আওয়ামী সরকারের সময় বিচার চাওয়া লজ্জাজনক ছিল। তবে এবার আমরা বিচারের স্বপ্ন দেখছি।
আইনজীবী বলেন, সাগর-রুনি হত্যার যথেষ্ট ক্লু আছে। নিম্ন আদালতে আবেদন করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার হয়। ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের। এরপর সে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১১০ বার সময় নেয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তারা।