দেশ টিভির এমডি আরিফ হাসানকে গ্রেপ্তার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৭ AM
দেশের বেসরকারি টেলিভিশন 'দেশ টিভি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়। বর্তমানে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদে আরিফ হাসান দায়িত্ব পালন করছেন।