বাংলাদেশি প্রেমিকাকে দেখতে হাইকোর্টে মার্কিন তরুণের রিট

প্রেমিকা
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নাগরিক হারুন আসাদ মির্জা নামে এক তরুণ তার বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে আদালতে রিট করেছিলেন। ১৩ জানুয়ারি হাইকোর্ট তার বান্ধবী, কক্সবাজার সদর উপজেলার তরুণীকে হাজির হতে নির্দেশ দেয়। আদালতের আদেশে তরুণী তার বাবা-মায়ের সঙ্গে আদালতে হাজির হন।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে তরুণী বলেন, তিনি নার্ভাস অনুভব করছেন। তবে আদালত তাকে আশ্বস্ত করে বলেন, "এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, তোমার কথা আলাদা শুনব।" এরপর আদালত এজলাস কক্ষ থেকে আইনজীবী এবং সাংবাদিকদের কিছু সময়ের জন্য বাইরে চলে যেতে বলেন এবং রুদ্ধদ্বার কক্ষে তরুণীর বক্তব্য শুনেন।

এর আগে, কক্সবাজার সদর থানার ওসিকে তরুণীকে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছিল আদালত। 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। পরবর্তীতে তাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে তরুণীর পরিবার সম্পর্কটি জানার পর নানা জটিলতা তৈরি হয় এবং পরিবারের চাপে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন পর হারুন আসাদ মির্জা বাংলাদেশে এসে তরুণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু সফল হননি।

এ কারণে তিনি হাইকোর্টে রিট করেন, যাতে আদালত তরুণীর বক্তব্য শুনে বিষয়টি তদন্ত করে। আদালত এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল ইস্যু করে জানাতে বলেছে, কেন ওই তরুণীকে বেআইনিভাবে আটকানো আইনবহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ওসিসহ সংশিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।