যে রোগে চুল পড়া বাড়ে, হারায় ত্বকের উজ্জ্বলতা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ PM

ইদানীং কি আপনার চুল ঝরে পড়ার পরিমাণ মাত্রারিক্ত বেড়েছে? হারিয়ে ফেলছেন ত্বকের উজ্জ্বলতা। তাহলে এখনই সতর্ক হোন। কারণ, বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ একটি রোগের কারণে এমন সমস্যা দেখা দেয় শরীরে।
চিকিৎসকরা বলছেন, এ রোগে আক্রান্ত হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে না অনেকের। কখনও রোগী খুব বেশি মুটিয়ে যায়। আবার কখনও রোগীর ওজন কমতে শুরু করে।
বিশেষ এই রোগটির নাম থাইরয়েড। আপনি কি জানেন, শরীরে থাইরয়েড সমস্যা দেখা দিলে চোখ, ত্বক, নখ, চুলসহ বেশকিছু অঙ্গপ্রত্যঙ্গে নেতিবাচক প্রভাব পড়ে।
প্রথমেই জেনে নিই এ রোগটি সম্পর্কে। থাইরয়েড গ্রন্থিটি আমাদের শ্বাসনালির সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে দু-ধরনের হরমোন টি থ্রি ও টি ফোর নিঃসরিত হয়। আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে।
তাই থাইরয়েডের সমস্যা প্রধানত দু-ধরনের হয়। হাইপারথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়। আর অন্যটি হলো, হাইপোথাইরয়েডিজমে রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়।
আরও পড়ুন: ধূমপান ছাড়ার পর করণীয়
শরীরে থাইরয়েডের সমস্যা শুরু হলে চোখ, ত্বক, চুলের ক্ষতি ছাড়াও দেখা দেয় নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হলো ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, গরম আবহাওয়ায়ও শীত অনুভূত হওয়া ইত্যাদি।
অনেক সময় রোগীর বিপাকে সমস্যাসহ হৃৎস্পন্দনও কমতে শুরু করে থাইরয়েড সমস্যায়। এ রোগটি সম্পর্কে চিকিৎসকরা বলছেন, শুধু ওষুধ খেয়ে বশে থাকতে না-ও পারে থাইরয়েড রোগটি। তাই সঠিক ডায়েট লিস্ট ও নিয়মতান্ত্রিক জীবনযাপনে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়।