স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ 

ফোন
  © প্রতীকী ছবি

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। স্যামসাংয়ের বেশ কিছু মোবাইল ফোনে তারা ত্রুটি খুঁজে পেয়েছে। 

স্যামসাং মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ১১,১২,১৩ এবং ১৪ তে গুরুতর নিরাপত্তা ত্রুটি পেয়েছে। ত্রুটির মাত্রা বিবেচনায় এসব মোবাইল ফোনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, স্যামসাংয়ের ওইসব মোবাইল ফোনে একাধিক ত্রুটি সম্পর্কে রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে রয়েছে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে নির্বিচারে কোড ব্যবহারের অনুমতি। এছাড়া বাইপাসের মাধ্যমে নিরাপত্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ। 

এই সমস্যা সমাধানে ফোনগুলোকে স্যামসাংয়ের অফিসিয়ার নিরাপত্তা পরামর্শক দ্বারা আপডেট করে নেওয়ার কথা বলা হয়েছে। আপডেট না করা পর্যন্ত থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহারে ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। 

তবে এ সমস্যা শুধু ভারতে তৈরি হয়েছে। ভারত অঞ্চল ছাড়া বিশ্বের অন্যকোনো দেশে স্যামসাংয়ের ফোনে কোনো ত্রুটির কথা বলা হয়নি।  

সূত্র: গালফ নিউজ


মন্তব্য