বাজারে ‘ডিভোর্স’ নামে সুগন্ধী নিয়ে আসলেন দুবাই রাজকুমারী শাইখা মাহরা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ PM
খুবই জাঁকজমকভাবে বিয়ে হয়েছিলো দুবাই রাজকুমারী শাইখা মাহরার। তবে বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়। কিছুদিন আগেই শোনা গেছে স্বামীর সঙ্গে রাজকুমারীর বিচ্ছেদের কথা। এবার ৩০ বছর বয়সী দুবাইর রাজকুমারী নিয়ে এসেছেন সুগন্ধী। আর সেই সুগন্ধীর নাম তিনি দিয়েছেন 'ডিভোর্স'।
তার ব্র্যান্ড মাহরা এম-১ এর অধীনে সুগন্ধীটি বাজারে আনা হচ্ছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ৩০ বছর বয়সী রাজকুমারী পারফিউমের একটি টিজার শেয়ার করেছেন, যেখানে 'ডিভোর্স' শব্দটি খোদাই করা একটি কালো বোতল রয়েছে। ভাঙা কাঁচ এবং একটি কালো প্যান্থারের চিত্রে ভরা সহগামী ভিডিওটি বিচ্ছেদের থিমকে আরও জোরালো করেছে।
ইন্সটাগ্রামের এক ব্যবহারকারী লিখেছেন, "আপনি কি দেখতে পাচ্ছেন যে মাহরা কীভাবে নিজের মতো চলছে? তিনি খুব ধৈর্যশীল, খুব শান্তভা। আপনাদের বেশিরভাগের মতো তিনি ক্ষেপে যান না বা অনলাইনে ভিডিও তৈরি করেন না। তিনি খুব ক্লাসি, খুব সংরক্ষিত এবং নিজের কাজের ওপর বিশ্বস্ত।’’
একজন মন্তব্য করেছেন, ‘এত সৃজনশীল! আপনার সাবেক ব্যথায় জ্বলছে হা হা।’
নিজের স্বামীকে তালাক দেওয়ার কয়েক সপ্তাহ পরে ডিভোর্স নামের পারফিউমটি নিয়ে আসলেন। সোশ্যাল মিডিয়াতে বিবাহবিচ্ছেদের ঘোষণা করার তার সিদ্ধান্ত, বিশেষ করে তাদের সন্তানের জন্মের পরপরই, বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।