১ অক্টোবর থেকে ব্যাগ নিয়ে বাজার করতে যেতে বললো সুপারশপ

পলিথিন
  © ফাইল ছবি

পরিবেশ রক্ষায় ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে। এবং ১ নম্ভেম্বর থেকে অন্যান্য বাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হবে। এজন্য পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে বাজার করতে যেতে বলেছে দেশের কয়েকটি সুপারশপ। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) খুদে বার্তায় ক্রেতাদের এমন তথ্য জানানো হয়েছে সুপারশপগুলো থেকে।

স্বপ্ন সুপারশপের খুদে বার্তায় বলা হয়েছে, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, ১লা অক্টোবর থেকে স্বপ্নে বাজার করতে নিজের পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে সুলভমূল্যে স্বপ্ন থেকেও এই ব্যাগ কিনতে পারবেন।’

ক্রেতাদের একই বার্তা দেওয়া হয়েছে সুপারশপ প্রিন্স বাজার ও আগোরা, ইউনিমার্টের পক্ষ থেকেও।

এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দিয়েছিলেন, ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিন বন্ধে কার্যক্রম শুরু হবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।

পরিবেশ উপদেষ্টা জানান, আগামী ১ অক্টোবর থেকে ঢাকার সুপারশপগুলোতে প্লাস্টিক ও পলিপ্রপাইলিনের ব্যাগের ব্যবহার বন্ধ করা সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। এটি সুপারশপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হবে। এ জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনসহ ২০-২৫টি প্রতিষ্ঠান পাট, কাপড় ও কাগজের ব্যাগ তাদের সরবরাহ করবে। ইতিমধ্যে সুপারশপগুলো তাদের চাহিদা দিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যাগের জোগানের ব্যবস্থা করা হয়েছে।