৩ মিনিটের বেশি কোলাকুলিতে নিষেধাজ্ঞা যে বিমানবন্দরে

কোলাকুলি
  © ফাইল ছবি

বিদেশগামী স্বজন বা কাছের মানুষকে বিদায় জানাতে অনেকেই বিমানবন্দরে যেয়ে থাকেন। অবস্থা কখনো এমনও হয় যে, আবেগ আপ্লুত হয়ে বিদায়ের আলিঙ্গনে কেটে যায় বেশ সময়। তবে এখন থেকে আর এমনভাবে বেশিক্ষণ থাকা যাবে না নিউজিল্যান্ডের এক বিমানবন্দরে। ওই বিমানবন্দরে তিন মিনিটের বেশি কেউ কাউকে জড়িয়ে ধরে বা কোলাকুলি করতে পারবেন না। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ডুনেডিন বিমানবন্দরের সিইও ড্যান ডি বোনো মঙ্গলবার ওই নির্দেশনার কথা জানিয়েছেন। সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে গত সেপ্টেম্বরে এ পদক্ষেপ নেওয়া হয়। পরিবহন কেন্দ্রে ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতি রোধে এ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরটিতে যাত্রীদের নামানোর জন্য সংরক্ষিত স্থানে সম্প্রতি একটি প্ল্যাকার্ড রাখা হয়েছে। এতে ‘সর্বোচ্চ আলিঙ্গনের সময় তিন মিনিট’ লেখা রয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে এ সংক্রান্ত চিহ্নও। সেখানে লেখা হয়েছে, যারা অনুরাগী বিদায় দিতে চাইছেন, তাঁদের ওই এলাকার পরিবর্তে বিমানবন্দরের পার্কিংয়ে যাওয়া উচিত।

এরই মধ্যে কর্তৃপক্ষের দেওয়া এ নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বার্তা সংস্থা ইও অ্যাসোসিয়েটেড প্রেসকে সিইও এ নিয়ে বলেন, আমাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। কেউ কতক্ষণ আলিঙ্গন করতে পারবে তা সীমিত করার সাহস আমরা কীভাবে করি, সে প্রশ্নও উঠেছে।

তবে কেউ কেউ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি। ডি বোনো বলেন, আপনার প্রিয়জনকে কাছে টানতে, আপনার প্রিয়জনকে বিদায় জানাতে এবং এগিয়ে যাওয়ার জন্য তিন মিনিট অনেক সময়।

তিনি বলেন, নতুন সময়সীমা কঠোর কিছু না। এর উদ্দেশ্য, গাড়ি পার্কিংয়ের স্থানে যেতে বলা। আমাদের আসলে আলিঙ্গন পুলিশ নেই।