উন্নয়ন করেই ভোট ভিক্ষা চাইতে এসেছি: নানক

নির্বাচন
  © সংগৃহীত

উন্নয়ন করেই ভোট চাইতে এসেছেন জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ ও  দেশের ব্যাপক উন্নয়ন করেই ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চাইতে আপনাদের নিকট এসেছি।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, 'বিএনপি এমপিরা পদত্যাগ করে ভোটারদের অপমান করেছে। তারা বলেছিল, তাদের পদত্যাগে সরকার উৎখাত হবে। সাড়ে তিন শ এমপির মধ্যে মাত্র ৫ জন এমপির পদত্যাগে কি হয়?'

আওয়ামী লীগ নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রহমান বলেন, 'চার বছর আগে একাদশ সংসদ নির্বাচন হয়ে গেছে। নৌকার প্রার্থী বিজয়ী না হওয়ায় বিজয়ের সুফল পাননি। কিন্তু  এই নির্বাচন আসায় আরেকবার সুযোগ পেয়েছেন। ১ ফেব্রুয়ারির ষড়যন্ত্র প্রতিরোধ করুন। নৌকাকে জয়ী করুন।'

তিনি আরো বলেন, 'বিএনপি নেতা হারুনের ৯০ ভাগ কথাই মিথ্যা। তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেননি। মানুষের ভোট নিয়ে লন্ডনে থাকা তারেক জিয়ার নির্দেশে পদত্যাগ করেছেন। খালেদা জিয়া ও তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। বিএনপির ৫ এমপির পদত্যাগে কি খালেদা জিয়া মুক্তি পেয়েছেন? তারেক দেশে আসতে পেরেছেন? বরং তাদের পদত্যাগে কিছুই যায় আসেনি।'

জনসভার প্রধান বক্তা, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেন, 'উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেন। নৌকার কোনো বিকল্প নাই। নৌকাকে ভোট না দেওয়ার জন্য বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে। সংগঠনের পদে থেকে কেউ যদি এদিক ওদিক চিন্তা করে তবে তা তাদের জন্য ভালো হবে না। নৌকার কিছু হলে তার জন্য দায়ী থাকবে জেলা, উপজেলা কমিটির নেতারা।'

জনসভার বিশেষ অতিথি এবং আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, '১ ফেব্রুয়ারির উপ-নির্বাচন দেশের ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এতে রাষ্ট্রীয় ক্ষমতার কিছুই যাবে আসবে না। বরং ১ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী ওদুদকে নির্বাচিত করলে সামনে এক বছরে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন হবে।'

আগামী উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, দুবারের সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, 'চার বছর আগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই পরাজিত করানো হয়েছিলে। আবারও পরাজিত করাতে কারচুপির চেষ্টা চলছে। পূর্বে দুই বার এমপি হবার আগে জনগণকে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার প্রায় সব পূরণ করেছি। বিজয়ী হলে আবারও কাজ করব।'

জেলা আওয়ামী লীগ সহসভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। এ ছাড়া বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান।

জনসভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

সূত্র: কালের কণ্ঠ 


মন্তব্য