রাষ্ট্রপতির বাড়িতে অতিথি হিসেবে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

অতিথি হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠাইমনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই যুগেরও বেশি সময় পর মিঠামইনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গতকাল সোমবার মিঠামইনের নিজ বাড়িতে গিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। তখনকার হাওর আর এখনকার হাওরের মধ্যে অনেক পার্থক্য।

দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর হাওরে আগমনকে ঘিরে পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে টাঙানো হয়েছে হাজারো ব্যানার-ফেস্টুন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় অন্যরকম আবহ বিরাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে দফায় দফায় প্রস্তুতি সভা করছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও নিকলী-বাজিতপুর, করিমগঞ্জ-তাড়াইল আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।


মন্তব্য