গুলিস্তানে বিষ্ফোরণ: উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ

বিষ্ফোরণ
উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ  © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে ১৬জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক।

বিস্ফোরণস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। তবে এসব অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে বের হতে বেগ পোহাতে হচ্ছে উৎসুক জনতার ভিড়ের কারণে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১৬ লাশ নেওয়া হয়েছে। আহত হয়ে আরও শতাধিক হাসপাতালে এসেছেন।

সেখানে আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


মন্তব্য