গুলিস্তানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৩

গুলিস্তান
  © ফাইল ফটো

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন আরাফাত (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে ভয়াবহ এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইসিইউতে রাখা হয়েছিল তাকে। শ্বাসনালীসহ তার শরীরে ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

নিহতের মা ঝর্ণা বেগম জানান, সিদ্দিকবাজারে বাংলাদেশ স্যানেটারি নামে দোকানটিতে কাজ করতেন ইয়াসিন।

মৃত ইয়াসিন আরাফাতের মামি মমতাজ বেগম জানান, তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক। সে রাজধানীর মগবাজারে মামা মোহাম্মদ আজিম ও মামি মমতাজ বেগমের বাসায় থাকতেন।

এর আগে, বুধবার দিবাগত রাতে বার্ন ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় মারা যান মুসা হায়দার নামে আরও একজন। আর বর্তমানে দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন আট জন। তাদের মধ্যে আইসিইউতে আছেন মৃধা আজম ও মো. হাসান। তবে আট জনের কেউই শঙ্কামুক্ত নয়।


মন্তব্য