গাজীপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

জাতীয়
গাজীপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল  © সংগৃহীত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। অতিরিক্ত যাত্রীর চাপে সৃষ্টি হয়েছে যানজটের।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার পর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বাড়ে। আর এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানা আজ দুপুরের পর ছুটি হয়েছে। এরপরই এসব কারখানার শ্রমিকরা বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে কোথাও স্থায়ী, কোথাও থেমে থেকে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাসের আগ থেকে সালনা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। 

তীব্র গরম উপেক্ষা করে যাত্রীরা বাড়ি ফিরছেন। কেউ বাসে, কেউবা ট্রাক, পিকাপ, মোটরসাইকেল গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কয়েকগুণ বেশি ভাড়া হলেও সেদিকে ভ্রূক্ষেপ নেই তাদের। 

বগুড়াগামী মাসুম আহমেদ বলেন, কারখানা ছুটি হওয়ায় একসঙ্গে সবাই মহাসড়কে এসেছে। এতেই যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ সামনে, ভাড়া বেশি নেবেই। আজ ভাড়া কোনও বিষয় না, গাড়ি পাওয়াটাই মূল।

সালনা হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম বলেন, দুপুরের পর কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কে কিছু জায়গায় থেকে থেমে গাড়ি চলছে। পুলিশ কাজ করছে যানজট নিরসনে। 


মন্তব্য