ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

ঈদ
  © ফাইল ফটো

ঈদুল ফিতরের দিনে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে একাধিকবার বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে। আবার কোথাও কোথাও এ দিন একবার ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। আর ঢাকায় ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ফলে এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া পূর্বাভাসে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। তাপমাত্রা কমছে রাজধানীতেও। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।


মন্তব্য