বিদ্যুৎ-গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে জানালেন প্রতিমন্ত্রী

জাতীয়
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  © সংগৃৃহীত

দুইদিনের মধ্যে গ্যাস সরবরাহের কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে গ্যাস ও বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২দিন সময় লাগবে বলেও জানান তিনি।
রবিবার (১৪ মে) এ কথা বলেন তিনি। 

নসরুল হামিদ বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল একটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যটি দুদিনের মধ্যেই চালু হবে। এ কারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।


মন্তব্য