রাষ্ট্রদূতরা এখন থেকে আর বাড়তি প্রটোকল পাবেন না: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  © সংগৃৃহীত

ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখন থেকে আর বাড়তি প্রটোকল পাবেন না। সোমবার (১৫ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা এর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা পেতেন। তবে এই সুবিধা আর দেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত দেশে এটা দেওয়া হয় না।

তিনি বলেন, আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।

পড়ুন>>> ‘৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিলেন’: প্রধানমন্ত্রী

এ সিদ্ধান্তের বিষয়ে ড. মোমেন বলেন, সম্প্রতি আরও অনেকে এ সুবিধা চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেবো। ৫৮ জন রাষ্ট্রদূত, সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না।

তবে রাষ্ট্রদূতরা এই সুবিধা পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন জানিয়ে মোমেন বলেন, কেউ যদি সুবিধা নিতে চায়, তাহলে ভাড়া করতে পারবেন। বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তাও বেড়ে গেছে। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরবের মিশনপ্রধানরা চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত প্রটোকল সুবিধা নিতে পারবেন।

এদিন সন্ধ্যায় ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমে বলেন, এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে। সুবিধা নিতে হলে অন পেমেন্টে যেতে হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ