নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ মে ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ২২ মে ২০২৩, ০৬:১৩ PM

নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
সোমবার (২২ মে) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই প্রস্তাব দেন ড. আ ক ম জামাল উদ্দিন।
এ সময় অধ্যাপক জামালউদ্দিন বলেন, আগামী ছয় মাস পরে জাতীয় নির্বাচন। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় সংসদে এই সংসদের মেয়াদ আরোও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন। না হয় অন্তত দুই বছর হলেও বাড়াতে পারে।
তিনি উল্লেখ করেন, করোনা দুর্যোগের কারণে দুই বছর জাতীয় সংসদ কাজ করতে পারেনি। শুধু তাই নয়, এ দুই বছর সরকার থেকে শুরু করে সবাই ঠিক মতো কাজ করতে পারেনি। এসময় দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। এ কারণে আমি প্রধানমন্ত্রী, সরকার ও নির্বাচন কমিশনের কাছে আকুল আবেদন বর্তমান পরিস্থিতিতে কোন বাধ্যবাধকতা নেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার।