ইবনে সিনা হাসপাতাল

পায়ে অস্ত্রোপচারে ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ নির্মাতার

হাসপাতালে
  © ফাইল ছবি

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমনের মা পূরবী ঘোষ (৬০) মারা গেছেন। বুধবার (২১ জুন) সকালে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর জন্য হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন এই নির্মাতা।

সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানিয়ে ইমন লিখেছেন, ‘ইবনে সিনা হসপিটালের ভুল ট্রিটমেন্টের জন্য আমার মাকে হারাতে হলো। শুধুমাত্র পায়ের অপারেশন করল, তাতেই আমার মা নেই। প্রতিবাদ করতে চাই।’

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মেজর (অব.) মিজানুর গণমাধ্যমকে জানান, ‘তার (পূরবী ঘোষ) অর্থোপেডিকসের একটি অস্ত্রোপচার হয়েছিল। ইতোমধ্যে তার মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট সব চিকিৎসক, নার্স, স্টাফকে ডেকেছি; কী ঘটেছে খুঁজে বের করার চেষ্টা করছি। তদন্ত করে দু-এক দিনের মধ্যে বিস্তারিত জানাব।’

জানা গেছে, গত ১০ জুন পড়ে গিয়ে পায়ে আঘাত পান প্রয়াত পূরবী ঘোষ। হাসপাতালে ভর্তির পর গত ১২ জুন তার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। রক্তে ইনফেকশন রয়েছে জানিয়ে তাকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। এরপর গত ১৭ জুন মেডিসিন বিভাগের চিকিৎসক সিটি স্ক্যান করেন এবং নিউরোলজিতে স্থানান্তর করেন। সেখান থেকে জানানো হয়, মাইল্ড স্ট্রোক ছিল, চিন্তার কারণ নেই। গত ১৯ তারিখেও একই কথা বলা হয়। তবে বুধবার (২১ জুন) সকালে জানানো হয়, তিনি আর বেঁচে নেই।

প্রসঙ্গত, একের পর এক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবর সামনে আসছে। সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় মারা যান মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তান। এরপর ল্যাবএইড ক্যানসার হাসপাতালেও ভুল চিকিৎসায় হাসিনা বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ ওঠে। এবার ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠল।