চীনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় বাসচাপায় আরেক শিশু নিহত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০৮:৫৭ PM

ঈদের ছুটিতে বাংলাদেশে এসেছিলেন চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়া শিক্ষার্থী। রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন মো. জাহিদ হাসান (২৪) নামের ওই শিক্ষার্থী। এ সময় জনতার ধাওয়া খেয়ে বাসটি বেপরোয়া গতিতে হাতিরঝিল সড়কে ঢুকে সেখানেও এক প্রতিবন্ধী শিশুকে পিষে মেরেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাই মো. ইমরান হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ছুটিতে সে বাংলাদেশে আসে। আজ বৃহস্পতিবার আমরা রামপুরা এলাকায় একটি কাজ শেষ করে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তারা মো. মোদাস্বের আলীর সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। তারা তিন ভাই ও এক বোন।
মৃত্যর খবর নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এদিকে জনতা ধাওয়া দিলে বাসটি বেপরোয়া চালিয়ে হাতিরঝিল সড়কে ঢুকে মেহেদি হাসান (১৩) নামে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে প্রাণ হারায়। মেহেদি পরিবারের সঙ্গে পল্লবীর কালশীতে থাকত। মায়ের সঙ্গে ভিক্ষা করতে হাতিরঝিল এলাকায় এসেছিল।
চালকসহ ভিক্টর পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ঢামেকে কান্নাজড়িত কণ্ঠে ইমরান হোসেন বলেন, আগামী ২৫ আগস্ট জাহিদের চীনে ক্লাস করতে যাওয়ার কথা ছিল। এর আগেই সব শেষ হয়ে গেল। জাহিদের মৃত্যুর খবরে মা-বাবা পাগলপ্রায়।