সাগর-রুনি হত্যা মামলা, ১০১ বারেও জমা পড়েনি তদন্ত প্রতিবেদন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ PM

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০১ বারের মতো পেছানো হয়েছে। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলম এ আদেশ দেন।
আজ আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেননি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ ধার্য করেন।
আদালত শেষে শেরেবাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এ টি এন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।